ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৯৪

রেকর্ড দামে চেলসিতে ফার্নান্দেজ, নাখোশ বেনফিকা কোচ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ১ ফেব্রুয়ারি ২০২৩  

গোটা জানুয়ারিজুড়ে চলছিল দলবদল। তবে ৩০ দিনেও বেনফিকা ছাড়েননি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। অবশেষে শেষ দিনে চেলসিতে নাম লিখিয়েছেন তিনি। অবশ্য কথাবার্তা চলছিল। 


ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে ব্লুজদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফার্নান্দেজ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ১০৬ দশমিক ৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দলে যোগদান করেছেন তিনি। এতে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন বেনফিকা কোচ রজার স্মিডথ।


২০২২ বিশ্বকাপে ঈর্ষণীয় পারফরম করেছেন ফার্নান্দেজ। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) বৈশ্বিক এই টুর্নামেন্টে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

 

স্বাভাবিকভাবেই সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে ফার্নান্দেজের ওপর পাখির চোখ ছিল কয়েকটি দলের। তবে রজার বারবার বলেন, পর্তুগিজ ক্লাবেই থাকবেন আলবিসেলেস্তে সেনসেশন। তবে অন্তিম মুহূর্তে দলবদল করেছেন তিনি।

 

পরিপ্রেক্ষিতে রজার বলেন, শীতকালীন দলবদল মৌসুমে একজন ভালো খেলোয়াড়কে হারানো সবসময় কঠিন কিছু। তবে ফার্নান্দেজকে ছাড়াও আমরা দারুণ খেলতে পারি। ইতোমধ্যে তা প্রমাণিত হয়েছে। আমাদের খেলোয়াড়রা পয়েন্ট পাওয়া এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে।

 

রাতে আরৌকাকে ৩-০ গোলে হারায় বেনফিকা। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, একজন ফুটবলারের ওপর আমাদের দল নির্ভরশীল নয়। এখন সেরকম খেলোয়াড় দরকার, যারা আমাদের হয়ে দীর্ঘমেয়াদে খেলবে। এজন্য তাদের সদিচ্ছা থাকবে। এই অবস্থায় যদি কোনো খেলোয়াড় দল ছেড়ে চলে যেতে চায়, তাহলে আমরা তাকে বাধা দেব না।

 

প্রিমেইরা লিগা টেবিল টপার এখন বেনফিকা। প্রতিদ্বন্দ্বী ব্রাগার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে তারা। ফলে চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ আছে তাদের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর