ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৮৯১

লাবণ্য নিহতের ঘটনায় উবার-কাভার্ডভ্যান চালক রিমান্ডে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৮ ২৮ এপ্রিল ২০১৯  

সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহতের ঘটনায় উবার কাভার্ডভ্যান চালকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরের পর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানা পুলিশের (উপ-পরিদর্শক) নুরুল ইসলাম সাতদিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

দীর্ঘ শুনানি শেষে উবার মোটরসাইকেল চালক সুমন হোসেনকে দিনের এবং কাভার্ডভ্যান চালক আনিসুর রহমানকে দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক।

গেল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে উবারের বাইকে করে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় লাবণ্য নিহত হন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শ্যামলীর বাসা থেকে উবার মোটরসাইকেলে ইউনিভার্সিটি যাচ্ছিলেন।

পরদিন শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থেকে উবার বাইকার সুমন এবং শনিবার কাভার্ড ভ্যানচালক আব্দুর রহমানকে আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।