ঢাকা, ০৭ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
good-food
৭৬২

শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৮ ১০ মে ২০১৯  

 

লন্ডনে সরকারি সফর শেষে আগামী শনিবার (১১ মেদেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

সু্ত্র জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীরা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

দেশে ফিরে একদিন বিরতি দিয়ে আগামী রোববার থেকে অফিস করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। সফরে চোখের চিকিৎসা করানোর পাশাপাশি পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।