ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১০৯

শহীদ চান্দু স্টেডিয়াম বাঁচাতে হিরো আলমের মানববন্ধন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৫ ৭ মার্চ ২০২৩  

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির কার্যক্রম পুনর্বহাল ও খেলা ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন আলোচিত সেলেব্রেটি আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে স্টেডিয়াম প্রাঙ্গণে তিনি এই মানববন্ধন করেন।

 

এসময় হিরো আলম বলেন, ‘শহীদ চাঁন্দু স্টেডিয়াম ছিল উত্তরাঞ্চলের গর্ব। ক্রিকেটের নক্ষত্র তৈরির মাঠ। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার কারণে বিসিবির নেয়া ভুল সিদ্ধান্তে সব ভেস্তে যেতে বসেছে।’

 

মানববন্ধনে তিনি জানান, এই স্টেডিয়াম মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, অনূর্ধ্ব ১৯ দলের তামিম, তৌহিদ হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অনেক নারী ক্রিকেটার তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। এক শ্রেণির লোক সিন্ডিকেট হয়ে কাজ করছেন। তারা চায় না বগুড়া স্টেডিয়াম থাক। স্টেডিয়ামটি অকার্যকর করে জুয়া, মেলা ও গরুর–ছাগলের হাট বসানোর পাঁয়তারা চলছে।’

 

হিরো আলম বলেন, ‘একটা শ্রেণি চাচ্ছে না, মাঠটিতে খেলাধুলা হোক। খেলাধুলা যদি হয়, তাহলে তো মাঠটা চাঙা থাকবে। তারা চিঠি দিচ্ছে যাতে এখানে খেলা না হয়। তখন দেখা যাবে বছরের পর বছর মাঠটা পড়ে থাকবে। তখন মাঠ গরু–ছাগলের হাট করার জন্য দেবে, জুয়া খেলার জন্য, মেলা করার জন্য দেবে। তখন একটা শ্রেণির জন্য রোড ক্লিয়ার হয়ে যাবে।’

 

তিনি  বলেন, ‘স্টেডিয়ামের মালপত্র কেন খুলে নেওয়া হবে। স্টেডিয়ামে কী কেউ ভাত–কাপড় চায়?  এসব খুলে নেওয়ার তো কোনো আইন নাই। 

 

বিসিবির উদ্দেশে হিরো আলম বলেন, এখানে প্রতিবছর বিভিন্ন জেলায় যেমন খেলা হয় আমরাও এই স্টেডিয়ামে সে রকম খেলা দেখতে চাই। ১৫ বছর ধরে বগুড়া স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক খেলা নাই, আমরা আন্তর্জাতিক খেলা দেখতে চাই।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর