ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫১৯

শিগগির জিসানকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৩ ৪ অক্টোবর ২০১৯  

ইন্টারপোলের তালিকায় থাকা দেশের শীর্ষ সন্ত্রাসী জিসানকে শিগগিরই দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সনাতন সমাজ কল্যাণ সংঘ এ  দুর্গোৎসবের আয়োজ করে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। দুবাই সরকার তাকে আটক করে আমাদেরকে জানিয়েছেন। আমরা আশা করছি খুব দ্রুত তাকে ফিরে আনতে পারব। তবে কীভাবে, কোন পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি।’

ক্যাসিনো বিরোধী অভিযানের সঙ্গে জিসানের সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ক্যাসিনো ব্যবসা না টেন্ডার ব্যবসা, সেটা আমাদের কাছে মুখ্য নয়। জিসান শীর্ষ সন্ত্রাসী এ কারণে তাকে আমরা ফিরিয়ে আনব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জিসান আহমেদকে আটক করে দুবাই পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, জিসান ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি। বাংলাদেশে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য বছরখানেক আগে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ পুলিশ। এ নিয়ে কয়েক দফা চিঠি চালাচালিও হয়। ধারণা করা হচ্ছে, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতেই দুবাই পুলিশ জিসানকে গ্রেফতার করে থাকতে পারে।