ঢাকা, ১০ মে শনিবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
১৪৭

শ্বাসরুদ্ধকর জয়ে সেমির স্বপ্ন টিকে থাকল বাংলাদেশের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৭ ৩০ অক্টোবর ২০২২  

নেদারল্যান্ডসকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। তবে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ করে টাইগাররা। কিন্তু ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল তারা।  জিম্বাবুয়ের বিপক্ষে সেটাই করে দেখিয়েছে সাকিব বাহিনী। শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের শাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে তারা।  এতে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকল তাদের।  

 

জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। মাধেভেরেকে ফিরিয়ে দেন। নিজের তৃতীয় ওভারে ফিরে ক্রেইগ আরভিনকে তুলে নেন। এতে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর মিল্টন শুম্বা এবং ইনফর্ম সিকান্দার রাজাকে শিকার বানিয়ে দলটির ওপর চাপ দ্বিগুণ করেন মোস্তাফিজ।

 

৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। সেসময় চাকাভাকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দেন উইলিয়ামস। তবে নিজের তৃতীয় ওভারে ফিরেই চাকাভাকে বিদায় করে জুটি ভাঙেন তাসকিন। তাতে ৬৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় দলটি।

 

এরপর উইলিয়ামস ও বার্ল জুটি বেঁধে জিম্বাবুয়েকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। ৪৩ বলে দুজনে যোগ করেন গুরুত্বপূর্ণ ৬৩ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য দলটির দরকার পড়ে ১৬ রান। তবে শাসরুদ্ধকর ও চরম নাটকীয় শেষ ওভারে ২ উইকেট হারিয়ে তারা নিতে পারে ১২ রান। এতে ৩ রানের উত্তেজনাপূর্ণ জয় নিয়ে মাঠে ছাড়ে টাইগাররা।

 

এর আগে গাব্বায় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাওয়ার-প্লেতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ১০ ওভারে তুলতে পারে ৬৩ রান। তবে পরের ৫ ওভারে আসে ৪০ রান। বিপরীতে খোয়ায় ১ উইকেট। শেষ ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৭টি রান তুলতে পারে তারা।

 

এতে নির্ধারিত ওভারে সাকিবের দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫০ রান। দলের হয়ে এদিন ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন শান্ত। ৫৪ বলে ৭১ রানের ইনিংসে খেলে আউট হন রাজার বলে। তার ক্যারিয়ার সেরা  ইনিংসে ছিল ৭ চার ও ১ ছয়ের মার।

 

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে আফিফের ব্যাট থেকে। আর সাকিব আউট হন ২৩ রান করে। জিম্বাবুয়ের পক্ষে এনগারাভা ও মুজারাবানি নেন ২টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান রাজা ও উইলিয়ামস।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর