ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
২৪২

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ১৫ অক্টোবর ২০২২  

নারীদের এশিয়া কাপে ভারত যে সেরা সেটা আবার প্রমাণ করল। শনিবার ফাইনালে শ্রীলঙ্কাকে মাঠে সুযোগই দেয়নি ৬ বারের চ্যাম্পিয়ন দলটি । টসে জিতে ভারতেক বোলিংয়ে পাঠালেও সুবিধা করতে পারেনি শ্রীলংকা। ভারতের বোলাররা লঙ্কানদের মাত্র ৬৫ রানে আটকে দেয়।

 

দলীয় ৮ রান করেই চামারি আতাপাত্তু রান আউট হয়ে যান। এরপর  মাত্র এক রান যোগ করে আরও ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের ব্যাটিং লাইনে ধ্বস নামে। শেষ পর্যন্ত ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ রানে সবমিলিয়ে ৬৫ রান করে শ্রীলঙ্কা। 

 

চামারি আতাপাত্তুদের দেওয়া  ৬৫ রানের টার্গেট ৮ উইকেট ও ৬৯ বল বাকি রেখেই পেরিয়ে যান স্মৃতি-শেফালিরা। এরমাধ্যমে সপ্তমবারের মতো এশিয়া সেরার মুকুট নিজেদের করে নিয়েছে ভারত।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর