ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৭১৫

সংঘর্ষে নিহতের জানাজায় ৩ হাজার ফিলিস্তিনির অংশগ্রহণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৭ ২৮ জানুয়ারি ২০১৯  

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে ইসরাইলি বেসামরিক লোকদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির জানাযায় প্রায় হাজার লোক অংশ নিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষের সময় হামদি নাসান (৩৮) নামের ওই ব্যক্তির পিঠে গুলি লাগে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, রামাল্লাহর কাছে অবস্থিত মুগাইর গ্রামের বাসিন্দা ইহুদি বসতি আদি আদের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরাইলি বেসামরিক লোকেরা সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত নাসান নিহত হন।
রোববার জানাযায় অংশগ্রহণকারীরা লাশ বহনের সময় এর প্রতিশোধ নেয়ার আহ্বান জানায়। লাশবাহী কফিনটি ফিলিস্তিনের জাতীয় পতাকা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির হলুদ ব্যানার দিয়ে দিয়ে মোড়া ছিল।
মুগাইর গ্রামে প্রায় হাজার লোকের বাস। গ্রামটির চারপাশে চারটি ইসরাইলি বসতি অবস্থিত, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
গেল শনিবার সংঘর্ষের প্রত্যক্ষদর্শী আলি হাসান বলেন, সাদা পোশাকের প্রায় আটজন ইহুদি বসতিস্থাপনকারী রাইফেল হাতে গ্রামের উত্তরপ্রান্তে আসে।
তিনি বলেন, আমরা জানতাম না তারা কি চায়। আমরা তাদের কাছে গেলে ওরা গুলিবর্ষণ শুরু করে।
আলি হাসান বলেন, নাসান আহতদের সেখান থেকে সরানোর সময় গুলিবিদ্ধ হন। এসময় ইসরাইলি সৈন্যরা নিরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর