ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
১৭১

সতীর্থদের সোনার আইনফোন উপহার দিলেন মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৪ ২ মার্চ ২০২৩  

আর্জেন্টাইন সতীর্থদের সোনার প্রলেপ দেয়া ৩৫টি আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার পর বিশ্বকাপ জিতে ষোলো আনায় পূর্ণতা পেয়েছে তার ক্যারিয়ার। একক প্রচেষ্টায় নয়, দলীয় পারফরম্যান্সেই এসেছে এই শিরোপা। এটা অস্বীকার করেন না তিনি। 

 

তাই তো সতীর্থদের জন্য এই বিশেষ পুরষ্কার দিয়েছেন পিএসজি স্ট্রাইকার। ‘টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন দিয়েছেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েননি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও। 

 

প্রতিটি ফোনে খেলোয়াড়দের নাম, জার্সি নাম্বার ও আর্জেন্টিনার লোগো খোদাই করা হয়েছে। প্রত্যেকটি আইফোন ২৪ ক্যারেটের সোনার তৈরি। ৩৫টি আইফোনের জন্য আর্জেন্টাইন তারকার খরচ হয়েছে ১ লাখ ৭৫ হাজার ডলার।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর