ঢাকা, ২৬ মে সোমবার, ২০২৫ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
২৭

সাকিবকে টপকে আইপিএলে উইকেট শিকারের রেকর্ড মোস্তাফিজের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ২৫ মে ২০২৫  

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন মোস্তাফিজুর রহমানের দখলে। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমে নিজের নামের পাশে যুক্ত করলেন আরও একটি উল্লেখযোগ্য অর্জন।

 

গতকাল জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। এর মাধ্যমে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ৬৫, যা পেছনে ফেলে দেয় সাকিব আল হাসানের ৬৩ উইকেটের রেকর্ডকে।

 

ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের নামের পাশে ছিল ৬২ উইকেট। নিজের প্রথম ওভারেই পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিংকে আউট করে সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। এরপর ১৬তম ওভারে শশাঙ্ক সিংকে ফেরান, এবং সেই উইকেটেই ভাঙে সাকিবের গড়া রেকর্ড।

 

ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজ ফেরান মার্কো ইয়েনসেনকে। এই তিনটি উইকেটই ক্যাচ হিসেবে তালুবন্দি করেন ট্রিস্টান স্টাবস। আরও একটি উইকেট পেতে পারতেন মোস্তাফিজ—স্টয়নিসের একটি টপ এজ পড়েছিল দুই ফিল্ডারের মাঝখানে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি তালুবন্দি হয়নি।

 

হাই স্কোরিং এই ম্যাচে পাঞ্জাব কিংস ২০৬ রান তুলেছিল ৮ উইকেট হারিয়ে। তবে দিল্লি ক্যাপিটালস সেই লক্ষ্য পেরিয়ে যায় ৩ বল আর ৬ উইকেট হাতে রেখেই। কিন্তু এই জয়ের পরও দিল্লিকে প্রথম পর্ব থেকে বিদায় নিতে হলো ১ পয়েন্ট কম থাকায়।

 

চলতি আইপিএলে দলে দেরিতে যোগ দিলেও তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ‘কাটার মাস্টার’। আইপিএল মিশন শেষে এবার পাকিস্তানে বাংলাদেশের হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার অপেক্ষায় মোস্তাফিজ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর