ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭১

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে এগিয়ে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫০ ২৫ মার্চ ২০২৩  

অবশেষে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম খেলায় রুমা আক্তার বাহিনী রাশিয়ার কাছে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাড়াঁলো তারা। 

জয়ের জন্য মাঠে নেমেই রুমা ও সুরভী আকন্দরা ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। প্রথমবার  ভারতের গোলকিপার খুশী কুমারীর হাতে লেগে বল ফিরে আসে। তবে ম্যাচের ৭৪তম মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ।


ভারতের সীমানার ডান প্রান্তে নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন।   বিপদমুক্ত করতে গিয়ে বলে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালে জড়িয়ে যায়। তাতে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। 

ম্যাচের অন্তিম সময়ে বেঁচে যায় বাংলাদেশ। বক্সের ভেতরে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ভারতের শিবানী দেবী। স্বাগতিক গোলকিপার সঙ্গীতাকে সামনা-সামনি পেয়ে ডান পায়ে শট নেন শিবানী । কিন্তু অবিশ্বাস্যভাবে শর্ট প্রতিহত করে সঙ্গীতা দলকে বাঁচিয়ে দেন।

বাংলাদেশ মঙ্গলবার (২৮ মার্চ) নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে। এদিকে শুক্রবার বিকেলে ভুটানকে ৯-১ গোলে হারায় রাশিয়া।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর