ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৫১

সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৪ ১৩ ফেব্রুয়ারি ২০২০  

সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৪ বাংলাদেশি এতে আক্রান্ত হলেন। মূলত প্রাণঘাতী এ ভাইরাসের নাম কোভিড-১৯। তবে করোনা ভাইরাস নামে এটি পরিচিতি পেয়েছে।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। এর মধ্যে এদিন শনাক্ত হন ৮জন।
নতুন আক্রান্ত ২ বাংলাদেশি সম্পর্কে বলা হয়, একজনের বয়স ৩০ বছর এবং অন্যজনের ৩৭। সিঙ্গাপুরে কাজ করার বৈধ ভিসা রয়েছে তাদের। এর আগে গত ৯ ও ১১ ফেব্রুয়ারি ৩৫ এবং ৩৯ বছর বয়সী ২ বাংলাদেশি শ্রমিকের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তাদের প্রত্যেককে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।
নতুন আক্রান্ত একজনের সম্পর্কে বলা হয়, তিনি গত ৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বেশিরভাগ সময় ঘরে কাটিয়েছেন। এই ব্যক্তি আগে আক্রান্ত হওয়া ওই দুই ব্যক্তির সংস্পর্শে ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর