ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৩২

সিরাজগঞ্জের ভূঞাগাঁথি সেতুতে ফাটল, নাটোর হয়ে চলাচলের পরামর্শ

রিপন দাস, বগুড়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ১২ ডিসেম্বর ২০১৯  

ঢাকা-দিনাজপুর মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁথি সেতু দেবে যাওয়ায় ভারী যানবাহন না চালাতে পরামর্শ দিয়েছেন হাইওয়ে পুলিশ।
জানা গেছে, সেতুর গার্ডারে ফাটল ধরায় পন্যবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের উপর এ পরামর্শ দেয়া হয়েছে। 
এদিকে, ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ঠিক রাখতে বিকল্প সড়ক বগুড়ার শাকপালা মোড় থেকে নাটোর-বনপাড়া হয়ে চলাচল করতে হবে। 
উত্তরাঞ্চলের লাইফ লাইন হিসাবে পরিচিত এ মহাসড়ক ব্যবহারকারী পন্যবাহী ট্রাক ও ভারি যানবাহনকে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১১ জেলায় যাওয়া আসার জন্য নাটোর হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। ইতোমধ্যেই বিকল্প পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় ও বগুড়ায় মাটিডালী মোড় আর শাকপালা মোড়ে হাইওয়ে পুলিশ কাজ শুরু করেছে।
বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, ১৯৬০ সালে নির্মিত ৮০ মিটার দৈঘ্যের এই সেতুটি তিনটি স্প্যানের মধ্যে মাঝের স্প্যানটি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রায় ৮ ইঞ্চি দেবে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের জন্য এই সেতুটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে প্রায় ১৫ টনের বেশি পন্যবাহী যানবাহন বগুড়া থেকে নাটোর-বনপাড়া হয়ে ঢাকা ও অন্যান্য জেলায় যাতাযাতায়ের জন্য পরামর্শ দেয়া হয়েছে। 
তিনি আরো জানান, এ ভূঞাগাঁথি সেতুর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহের বেশি।  
স্বাভাবিক অবস্থায় এ মহাসড়কে গড়ে প্রতি ১০ সেকেন্ডে একটি করে মটরযান নির্ধারিত পয়েন্ট অতিক্রম করে।
তবে হাইওয়ে পুলিশ মহাসড়কে গাড়ি থামিয়ে বিকল্প পথে চলাচলের জন্য জানিয়ে দিচ্ছেন। বিকল্প সড়ক ব্যবহারের জন্য মহাসড়কে বিভিন্ন স্থানে ব্যানার ও সাইনবোর্ড দিয়ে চালকেরদ সর্তক করার কাজ সকাল থেকেই শুরু করেন হাইওয়ে পুলিশ 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর