ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৬২

স্বামীর কাছে যেসব বিষয় গোপন রাখেন স্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৪ ২৮ আগস্ট ২০২২  

বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সুদৃঢ় সম্পর্ক। সেই বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে চিড় ধরে। স্বামী-স্ত্রীর সম্পর্কও নির্ভর করে বিশ্বাসের ওপর। এ বিশ্বাসের বড় অংশজুড়ে রয়েছে সততা। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে সবসময় সব কথা শেয়ার করা উচিত নয়। এতে ভেঙে যেতে পারে দাম্পত্য।

 

স্ত্রীর কাছে কিছু কথা লুকিয়ে রাখেন স্বামী। আবার স্ত্রীও অনেক কথাই বলেন না স্বামীকে। চাণক্য নীতি অনুসারে, প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে কিছু বিষয় সারা জীবন লুকিয়ে রাখেন। আসুন জেনে নিন, স্ত্রীরা কোন কোন বিষয় স্বামীর সঙ্গে শেয়ার করতে চান না।

 

বেশিরভাগ নারীর জীবনেই বিয়ের আগে বা পরে কোনও সিক্রেট ক্রাশ থাকে। কিন্তু তারা অন্য কারো সঙ্গে গোপন ক্রাশের কথা শেয়ার করতে চান না। বিশেষ করে, বিবাহিত নারীরা কখনই গোপন ক্রাশ সম্পর্কে স্বামীকে জানান না।

 

স্বামীর সিদ্ধান্তকে সাপোর্ট করা সুখী সংসার জীবনের জন্য স্ত্রীর কর্তব্য। দুজনের মতের মিল থাকা খুবই প্রয়োজন। সবধরনের সিদ্ধান্তে স্বামী-স্ত্রীর সম্মতি থাকা প্রয়োজন। কিন্তু দাম্পত্য জীবনের সব সিদ্ধান্তে স্ত্রীর সম্মতি থাকে না। তবুও তারা সবসময় সাপোর্ট করেন। নেপথ্যে প্রত্যেক স্ত্রীর একটাই উদ্দেশ্য থাকে, যাতে ঘরে ঝগড়া-ঝামেলা না হয়। স্ত্রী কখনই অপছন্দের ব্যাপারে মুখে প্রকাশ করে না।

 

পরিবারের আর্থিক সংকটের সামনে প্রত্যেক স্ত্রী-ই ঢাল হয়ে দাঁড়ান। কিন্তু তারা স্বামীর কাছে নিজেদের সেভিংসের কথা লুকিয়ে রাখতে চান। সবসময় সঞ্চিত টাকা লুকিয়ে রাখেন। সেই অর্থই ঘরের আর্থিক সংকট দূর করতে সহায়তা করে।

 

প্রায়ই স্ত্রীরা কোনও না কোনও রোগে ভোগে থাকেন। কিন্তু বেশিরভাগ সময়ই বিবাহিত নারীরা অসুস্থতার কথা স্বামীকে জানান না। নিজের শারীরিক সমস্যা লুকিয়ে যান। কারণ, কোনও স্ত্রীই স্বামী বা পরিবারকে ঝামেলায় ফেলতে চান না।