ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৫৩৯

হাইকোর্টের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত, বিচারকাজ আবার ভার্চুয়ালি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৩ ১৮ জানুয়ারি ২০২২  

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ভার্চ্যুয়ালি হবে সব বিচারকাজ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, চারদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চ্যুয়ালি যেতে হবে।

তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। এমন পরিস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।

তিনি বলেন, নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত। এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।

বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ভার্চুয়ালি কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।