ঢাকা, ২৯ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৩২

১৩তে থামলেন রিশাদ, শীর্ষেই থেকে গেলেন সাকিব-মুস্তাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৬ ২৬ মে ২০২৫  

প্রথম তিন ম্যাচে ৮ উইকেট। রিশাদ হোসেনের পিএসএলের শুরুটা ছিল দারুণ। হাতে বাকি ছিল ৬ ম্যাচ। সেরা উইকেটশিকারীর পথেও টিকে ছিলেন দারুণভাবেই। কিন্তু, ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক উত্তেজনা ছেদ ফেলেছে পিএসএলে। রিশাদও তখন ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের হয়ে খেলায়। 

 

তবে শেষ পর্যন্ত রিশাদ খেলেছেন আরও দুই ম্যাচ। তাতে নিয়েছেন আরও ৪ উইকেট। সবমিলিয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পিএসএলে নিজের অভিষেক আসর শেষ করেছেন রিশাদ। সঙ্গে তো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেনই। 

 

বাংলাদেশিদের মধ্যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিষেকে এটা এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যেকোনো ফ্র‍্যাঞ্চাইজ লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের।ওরচেস্টারশায়ারের হয়ে ২০১১ সালের ভাইটালিটি ব্লাস্টে ১৯ উইকেট নিয়েছিলেন একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

 

এরপরেই আছে আইপিএল অভিষেকে মুস্তাফিজুর রহমানের কীর্তি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমে মুস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট। সেটা এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের যেকোন বোলাদের সেরা আসর হিসেবে আছে। এরপরেই জায়গা করে নিল রিশাদের ২০২৫ পিএসএল আসর। 

 

পিএসএলের এবারের আসরেও রিশাদ মোটেই খারাপ কাটাননি। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ১০ম স্থানে আছেন মোটে ৭ ম্যাচ খেলেই। আবার কমপক্ষে ২০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে রিশাদ গড় বিবেচনায় আছেন ৫ম স্থানে। 

 

সবমিলিয়ে শুরুটা একেবারেই মন্দ হলো না রিশাদের। ফ্র্যাঞ্চাইজি লিগের এই ফর্মটাই জাতীয় দলে কতটা ধরে রাখতে পারছেন তিনি, সেটাই বাংলাদেশি ভক্তদের জন্য দেখার বিষয়। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর