ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৫৩৯

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২০ ১৯ জুলাই ২০২৩  

নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান লড়বে নেপালের বিপক্ষে। 

 

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের মোট ৪টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলোর আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের।  

 

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ক্যান্ডিতে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানের লাহোরে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

 

পাকিস্তান-ভারত ম্যাচটি শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর। ৩০ আগস্ট মুলতানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে পাকিস্তান লড়বে নেপালের বিপক্ষে।  

 

এবারের আসরে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর