ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৩১০

আকাশ চোপড়ার মতে, বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে যে ৪ দল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৪১ ১৪ আগস্ট ২০২৩  

ভারতে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। এর আগে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। কোন দল আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টে বাজিমাত করতে পারে-তা নিয়ে মতামত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, ২০২৩ বিশ্বকাপে হট ফেভারিট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তান। এ ৪ দলই সেমিফাইনালে খেলতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে এই মন্তব্য করেন তিনি। ভারতীয় শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তা জানা গেছে।


আকাশ চোপড়া বলেন, এ বছর অন্যতম হট ফেভারিত ভারত। কারণ, দেশের মাটিতে বিশ্বকাপ খেলবে তারা। ঘরের মাঠের সুবিধা পাবে টিম ইন্ডিয়া। গত তিন বিশ্বকাপ দেখা গেছে, নিজ দূর্গের সুবিধা নিয়েছে আয়োজক দেশ। ২০১৫ বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেবার শিরোপা জেতে তারাই।

 

২০১৯ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরাই। ২০১১ সালে ভারতে হয়েছিল বিশ্বকাপ। চ্যাম্পিয়নও হয়েছিল তারাই। ৫০ ওভারের বিশ্বকাপে আয়োজক দল সবসময় সুবিধা নেয়। এবার তাই অতি ফেভারিট ভারত। অন্য দলগুলোর চেয়ে মেন ইন ব্লুরাই এগিয়ে।

 

এছাড়া আরও তিনটি দল ১৬তম আসরের টাইটেলের দাবিদার। এর মধ্যে রয়েছে পাকিস্তান। তাদের ওয়ানডে দল বেশ শক্তিশালী। এছাড়া ঘরের মাঠের অনুকূল কন্ডিশন পাবে তারা। এতে সুবিধা পাবে বাবর আজমরা। তাই তাদের ধরতেই হচ্ছে।

 

এবার সেমিতে খেলতে পারে ইংল্যান্ড। ওয়ানডেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। গত কয়েক বছরে ভালো ক্রিকেট খেলছে ইংলিশরা। ফলে এ আসরে শিরোপা জিততে পারে তারাও।

 

বরাবরই শক্তিশালী দল অস্ট্রেলিয়া। কোনও টুর্নামেন্টেই তাদের পিছিয়ে রাখা যায় না। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে অসিদের। ফলে শেষ চারে যেতে পারে তারাও। এর ব্যত্যয় ঘটলে বিস্মিত হওয়া ছাড়া কোনও উপায় থাকবে না। তার ভবিষ্যদ্বাণী সঠিক হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর