ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৩১৩

আফগানিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ১৮ জুলাই ২০২৩  

এসিসি এমার্জিং কাপে মঙ্গলবার (১৮ জুলাই) আফগানিস্তান ‘‌এ’ দলকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘‌এ’ দল।
 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় প্রথমে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ।  জাকির হাসান ৭২ বলে ৬২, সৌম্য সরকার ৪২ বলে ৪৮ ও মেহেদী হাসান ১৯ বলে ৩৬ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ সেলিম।

 

জবাবে ৩০৮  রান তাড়া করতে নেমে আফগানরা ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৮৭ রান তুলতে সমর্থ হয়। রিয়াজ হাসান ১০৫ বলে ৭৮, বাহির শাহ ৫০ বলে ৫৩, অধিনায়ক শহিদউল্লাহ ৪৭ বলে ৪৪ ও নূর আলী জাদরান ৫৭ বলে ৪৪ রান করে দলকে জয়ের রেস রাখলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। বাংলাদেশের তানজিব হাসান সাকিব সর্বোচ্চ ৩টি এবং রাকিবুল হাসান ও সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

 

আজকের এই জয়ের পর ‘‌এ’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় পাওয়া বাংলাদেশ টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আফগানিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও শ্রীলঙ্কা ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। আর দুই ম্যাচ শেষে ওমানের পয়েন্ট শূন্য। 
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর