ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
৫৭৪

ইবাদত আউট তানজিম ইন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২০ ২২ আগস্ট ২০২৩  

হাঁটুর চোটে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। তার জায়গায় প্রথমবারের মতো বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিব।


মঙ্গলবার এক বিবৃতিতে ইবাদতের চোট ও তার বদলে তানজিমের দলে নেওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন তানজিম। এশিয়া কাপের বাংলাদেশ দলে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় ছিলেন এই ডানহাতি পেসার।


গত মাসে আফগানস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোট পান ২৯ বছর বয়সী ইবাদত। আশা ছিল ৩০ অগাস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলতে পারবেন তিনি। কিন্তু প্রত্যাশামতো সেরে না ওঠায় এ যাত্রায় খেলা হচ্ছে তার।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর