ঢাকা, ০৬ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৬০৭

গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১০ ২ নভেম্বর ২০২০  

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রোববার  রাতে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

 

পাশাপাশি তথ্য অধিদফতর থেকে পাঠানো বিবরণীতে গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

তথ্য বিবরণীতে বলা হয়, কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ রইল।

 

এতে বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।