ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৪২৭

‘চা শ্রমিকদের কাছ থেকে পাওয়া চুড়ি আমার জীবনের সেরা উপহার’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২০ ৩ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছেন চা-শ্রমিকেরা। এতে আপ্লুত সরকার প্রধান। তিনি বলেছেন, এত বড় উপহার আমি আর কখনো পাইনি। 

 

শনিবার (৩ সেপ্টেম্বর) চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রামে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

 

প্রধানমন্ত্রী বলেন, আমি চা বাগানে অনেকবার গিয়েছি। শ্রীমঙ্গলে থেকেছি। চা-শ্রমিকদের অনেকের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে। আপনারা গণভবনেও এসেছিলেন। আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন। 

 

বঙ্গবন্ধু কন্যা বলেন, সেই উপহার এখন আমি হাতে পরে আছি। আমি তা ভুলিনি। আমার কাছে এটা সবচেয়ে  অমূল্য সম্পদ। চা-শ্রমিক ভাইয়েরা ৪ আনা, ৮ আনা করে জমিয়ে আমাকে এ উপহার দিয়েছেন। এত বড় সম্মান আর কখনো পাইনি।

 

টানা আন্দোলনের মুখে সম্প্রতি চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। এরপর তাদের সঙ্গে মতবিনিময় করলেন বঙ্গবন্ধু কন্যা।