ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৫০৯

জিম-আফ্রোর সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৬ ২৭ জুলাই ২০২৩  

আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন আহমেদ। সেই ধারাবাহিকতাই এবার জিম-আফ্রো টি-টেন লিগেও দেখাচ্ছেন প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির জায়গা দখল করেছেন টাইগার পেসার।

 

জিম আফ্রো টি-টেন টুর্নামেন্ট দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে তাসকিনের। এই টুর্নামেন্টেই আলো কেড়ে নিলেন ডানহাতি পেসার। বুলাওয়ে ব্রেভসের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন তিনি।
 
 
বৃহস্পতিবার (২৭ জুলাই) জিম-আফ্রো লিগে নিজেদের বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ২ ওভার বল করে নিয়েছেন তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের প্রথম ওভারেই টিম সাইফার্ট এবং অ্যান্ড্রে ফ্লেচারকে সাজঘরের পথ দেখানোর পর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন বোল্ড করেন হজরতউল্লাহ জাজাইকে।
 

এই ম্যাচে ৩ উইকেট নিয়ে তাসকিন পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের উইকেট ১০টি। তিন এবং চার নম্বরে থাকা টম কারেন এবং টেন্ডাই চাতারার উইকেট ৮টি করে।
 
 
বৃহস্পতিবারের ম্যাচে ডারবান কালান্ডার্সের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন তাসকিন। দুই ওপেনার এবং তিন নম্বর ব্যাটারকে মাত্র ১৪ রানের মধ্যে সাজঘরে পাঠান তিনি। তবে শুরুতে চাপে পড়লেও আসিফ আলী এবং জর্জ লিন্ডের ব্যাটে শেষমেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ডারবান। টুর্নামেন্টে টিকে থাকতে বুলাওয়ের দরকার ১০ ওভারে ১০৪ রান। আসিফ করেছেন ৩২ রান আর লিন্ডের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৮ রান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর