ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food
৬১৯

জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ২ জুন ২০২০  

প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভায় এ নির্দেশ দেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী  বলেন, করোনার কারণে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে এমন দিন থাকবে না। আমরা যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি অচিরেই খারাপ দিন কেটে গিয়ে সুদিন ফিরবে।

 

সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার খরচ ধরা হয়েছে, প্রায় ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা। যার মধ্যে রয়েছে, ‘কোভিড নাইনটিন ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রি-পেয়ার্ডনেস এবং কোভিড নাইনটিন রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিটেন্স প্রকল্প দুটি। যা বাস্তবায়নে খরচ হবে, ২ হাজার ৪৯১ কোটি টাকা।