ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৩৪৯

নতুন কোচের অধীনে কখন, কার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৬ ৬ জুলাই ২০২৩  

কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচের সন্ধানে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষায় থেকে মেনেজেসের পরিবর্তে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের ৪৯ বছর বয়সী কোচ ফার্নান্দো দিনিজকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। 

 

জাতীয় দলের কোচ হিসেবে দিনিজ তার অধ্যায় শুরু করবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে। সেপ্টেম্বরে বাছাই পর্বের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচকে সামনে রেখে আগস্টে দল ঘোষণা করার কথা রয়েছে দিনিজের। 


৪ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে দিনিজের ব্রাজিল জাতীয় দলের কোচিং অধ্যায়। একই মাসের ১২ তারিখ বাছাই পর্বের আরেক ম্যাচে পেরুর বিপক্ষে লড়বে নেইমাররা। 

 

এদিকে দায়িত্ব পেয়ে দিনিজ বলেন, ‘ব্রাজিলের মতো দলের কোচ হতে পারা বিশাল গর্বের ব্যাপার। এটি একটি কল আপ, ফ্লুমিনেন্সের সাথে সিবিএফ এর একটি যৌথ কাজ। আমি খুব নিশ্চিত যে আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে এবং এটিকে কার্যকর করতে পারি। ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর