ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৩৫৭

নারী বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়লো স্পেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৮ ১৫ আগস্ট ২০২৩  

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল স্পেনের মেয়েরা। মঙ্গলবার (১৫ আগস্ট) নিউজিল্যান্ডের শহর অকল্যান্ডের এডেন পার্কে নবম নারী বিশ্বকাপ আসরের প্রথম সেমিফাইনালে বিশ্বের দ্বিতীয় র‍্যাংকধারী দল সুইডেনকে তারা ২-১ গোলে হারায়।


বুধবার দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।  ম্যাচের বিজয়ী দল স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবে।


এটা ছিল সুইডেনের পঞ্চম ও টানা দ্বিতীয় সেমিফাইনাল। স্পেনের প্রথম সেমিফাইনাল।ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও স্পেন গোল পাচ্ছিল না লা রোজারা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। বদলি খেলেয়াড় ১৯ বছর বয়সী সালমা পালালুয়েলো ডেডভক ভাঙেন ৮১ মিনিটে।

 

৮৮ মিনিটে রেবেকা ব্লোমকিভিস্ট সুইডেনের হয়ে সমতা আনলে প্রাণ ফেরে ম্যাচে। মাত্র ৯৩ সেকেন্ড সমতা স্থায়ী ছিল। ৮৯ মিনিটে স্পেন অধিনায়ক ওলগা কারমোনার অবিশ্বাস্য এক বুলেট গতির শট লক্ষ্যভেদ করলে ঐতিহাসিক জয় নিশ্চিত হয় স্পেনের। সেমিফাইনালের তিনটি গোলই আসে শেষ ১০ মিনিটে।

 

২০১৫ সালে বিশ্বকাপ অভিষেকে ড্র করে প্রথম পয়েন্ট পায় স্পেন। পরের আসরে নকআউট পর্বে উঠলেও যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নেয়।  এবার নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেলছে স্পেন। তিনবারের চেষ্টাতেই এখন শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে কারমোনার দল। ত সামনে এখন শিরোপার হাতছানি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর