ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
৫১৬

বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ১২ জুন ২০২০  

বগুড়ার নন্দীগ্রামে পল্লিতে পুকুরের পানিতে ডুবে ওমরপুর মামদুদুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আয়েশা সিদ্দিকা নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর গ্রামের আব্দুল্লাহ’র মেয়ে।

 

জানা যায়, সে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। গত ১১ জুন দীর্ঘ সময় বাড়ীতে না থাকায় বাড়ীর সদস্যরা  খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তার এই অকাল মৃত্যুতে এলাকার জনসাধারণ শোকাচ্ছন্ন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর