ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩২২

বাংলাদেশের আফগানিস্তান সফরের সূচি চূড়ান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ২১ জুলাই ২০২৩  

কিছুদিন আগেই বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশ ফিরেছে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট এবং টি-টোয়েন্টিতে দাপট দেখায় টাইগাররা।

 

এবার চূড়ান্ত হয়েছে বাংলাদেশের আফগানিস্তান সফরের সূচি। আগামী বছরের জুলাই-আগস্টে আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আফগানিস্তানের নির্দিষ্ট কোনো হোম ভেন্যু না থাকায় সিরিজটি হতে পারে ভারত কিংবা দুবাইয়ে।

 

পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যেই আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ। সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই পূর্ণাঙ্গ সিরিজ এফটিপির অংশ। 

 

২০২৩-২৪ মৌসুমে আফগানিস্তান হোম সিরিজ খেলবে ৭টি। বাংলাদেশ ছাড়াও হোম সিরিজে আফগানিস্তান আতিথ্য দেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলকে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর