ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৪৩৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ২ এপ্রিল ২০২১  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা দু’দিন থেকে অনশন করছে। ঘটনাটি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে তোহখানার। গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী ইউনিয়নের মেয়ে সেখানে এ অনশন করছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং উৎসুক জনতার ভীড় জমেছে।

 

প্রেমিকা বলেন, ২০১৯ সালের জুনে মোবাইল ফোনের মাধ্যমে তোহখানার যুবক সুমনের সঙ্গ আমার পরিচয় হয়। এরপর দুজন দুজনের প্রেমে পড়ি। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সঙ্গে দৈহিক মেলামেশা করে। কিন্তু এখন বিয়ের কথা বললে বিভিন্নভাবে টালবাহানা করে। যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে। বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। আমার দাবি তাকে বিয়ে করা।

 

সুমন ও তার পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।

 

প্রেমিকার এলাকার সংরক্ষিত আসনের নির্বাচনে প্রার্থী মোসা. সমিজন বেগম বলেন, এই মেয়ের আমার ওয়ার্ডেই বাড়ি। গত বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে তার মা-বাবা আমার কাছে এসে বলেন আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না। পরে আমাকে সঙ্গে নিয়ে তোহখানা এলাকায় সুমনের বাড়িতে যায়। পরে জানতে পারি তার সঙ্গে ওর দেড় বছরের সম্পর্ক। বিষয়টি ওই ওয়ার্ডের মেম্বারকে জানাই এবং তাকে নিয়ে সমাধানের চেষ্টা করি। কিন্তু কোনো সমাধান হয়নি।

 

তিনি জানান, ছেলের বাবা মেয়েকে কিছু অর্থ দিয়ে সমাধান করে নিতে চেয়েছিল। কিন্তু মেয়ের একটাই দাবি বিয়ে করবে।

 

শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলের পরিবারের সবাই পলাতক রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের ছাড়া কোনো সমাধান করা সম্ভব নয়।

 

এই সংবাদ লেখার আগ পর্যন্ত প্রেমিকা সুমনের বাড়িতে অনশনে রয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর