ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
১৩৫১

ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৫ ১৬ জুলাই ২০২৩  

মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। শেষ টি-টোয়েন্টিতে জয় ছিনিয়ে নেন নিগার সুলতানা জ্যোতিরা।

 

শেষ টি-টোয়েন্টিতে মেয়েরা দারুন খেলে পরাজয়ের প্রতিশোধ নিলেন ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতে ভারতকে ৪০ রানে হারিয়ে এগিয়ে গেলো বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নারীরা।

 

অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭ রান। এছাড়া সুলতানা খাতুন ১৬ ও ফাহিমা খাতুন ১২ রান করেন।

 

বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে মারুফা আক্তার ও রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারত ১১৩ রানে অলআউট হয়ে যায়।

 

রবিবার মিরপুরে  ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর