ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
২৫৩

মিরপুর টেস্ট : শান্তর ডবল সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৩ ১৬ জুন ২০২৩  

গ্যালারিজুড়ে তুমুল করতালি আর হর্ষধ্বনির মাঝে মাঠ ছাড়ছিলেন মুমিনুল হক আর লিটন কুমার দাস। আফগানদের নাকের জলে চোখের জলে করে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। 


এই টেস্ট জয়ের জন্য সফরকারীদের ৬৬২ রান করতে হবে!  ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ৪৭৬ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। এত দিন সেটা ছিল সর্বোচ্চ। আজ নিজেদের পুরনো রেকর্ড ভেঙে এগিয়ে গেল  টাইগাররা

১ উইকেটে ১৩৪ রান নিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে শুক্রবার ভালো শুরু করে বাংলাদেশ। অপরাজিত দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান দারুণ ব্যাটিং করেন।  
 নাজমুল হোসেন শান্ত।টানা সমালোচনার শিকার হওয়া এই ব্যাটার গত কয়েক মাস ধরেই টানা রান করছেন, দেখাচ্ছেন নিজের সামর্থ্য। চলতি আফগান সিরিজেও তার বিপক্ষে অসহায় বোলাররা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও  দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন।

শান্ত দ্বিতীয় বাংলাদেশি, যার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি রয়েছে। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন মুমিনুল হক।

আফগানদের ৬৬২ রানের রেকর্ড লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নেমেও শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার ইব্রাহীম জাদরানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।  ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর