ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
২০৭

মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘে অভিযোগ দেব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২১ ১৭ সেপ্টেম্বর ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’

শনিবার  ধানমন্ডিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। এরই মধ্যে আমরা এ ঘটনার কড়া প্রতিবাদ করেছি। মিয়ানমারে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে যাতে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’

শুক্রবার রাতে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়। এতে এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন। উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর