ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
১৭৫

রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৯ ১১ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন যাবেন।

শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই তথ্য জানা যায়।

সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একাধিক নেতা জানান, ব্রিটেনের রানির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত-মর্মাহত। রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করার কথা রয়েছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর