ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৮২

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন সাবিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৮ ৫ আগস্ট ২০২৩  

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন বোলার তাসকিন আহমেদ। দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারের পর জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের অবস্থান। দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে তৃতীয়বারের মত প্রদান করা হলো পুরস্কার।

 

শনিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‌’শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পুরস্কার নিলেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

 

সেরা খেলোয়াড় হিসেবে পদক পেয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের তাসকিন এবং ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার আতাহার আলী খান।

 

পুরস্কার গ্রহণ শেষে গণমাধ্যমে তাসকিন বলেন, ‘প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।’

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার নেয়ার সময় তাসকিনের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলকে শুভ কামনা জানান। এশিয়া কাপ ও বিশ্বকাপে যাতে তাসকিনরা ভালো খেলে সে পরামর্শ দিয়েছেন। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর