ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
২৩৭

সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ২৫ জুন ২০২৩  

ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে যাওয়া জামাল ভূঁইয়ার দল আজ ফিফা  মালদ্বীপকে   ৩-১ গোলে হারিয়েছে। শুরুতে পিছিয়ে পড়লেও তিনটি গোল করেছেন রাকিব হাসান, তারিক কাজী এবং শেখ মোরসালিন। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল  উপহার দেয় বাংলাদেশ।


খেলার ৭ম মিনিটে গোলের সুযোগ পেলেও সোহেল রানা বলে নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় সুযোগ নষ্ট হয়। ১৮তম মিনিটে হাসান হাইসামের পাস থেকে আরও এক সতীর্থের পা ঘুরে বল পেয়ে বাঁকানো শটে মালদ্বীপকে এগিয়ে দেন হামজা।  গোল হজম করে কিছুটা চাপে পড়লেও দ্রতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।


 ৪২তম মিনিটে দারুণ গোছালো আক্রমণ থেকে ম্যাচে সমতা  আসে। বিশ্বনাথের থ্রো ইনের পর সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন রাকিব। প্রথমার্ধের শেষ দিকে রাকিবের আরও দুটি শট  ফিরিয়েছেন মালদ্বীপের গোলকিপার।

বিরতির পর ৬৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তারিক কাজী। জটলার মাঝে বল পেয়ে মালদ্বীপের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন এই ডিফেন্ডার। ৮৩ মিনিটে তারিক কাজীকে উঠিয়ে মেহেদি হাসান মিঠুকে নামান বাংলাদেশ কোচ। ৯০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন শেখ মোরসালিন। গোলকিপারকে একা পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ আঁড়াআড়ি শটে বল জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বস্তির জয় পেয়ে মাঠজুড়ে দাপিয়ে বেড়ায়  জামাল ভূঁইয়ার দল।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর