ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৫৩৩

স্টেডিয়ামে খেলার সময় বজ্রাঘাতে ক্রিকেটারের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪২ ৩১ মে ২০২৩  

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে হঠাৎ বজ্রপাতে তামজিদ আহমেদ (২০) নামের এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

 

এতে তামজিদ মারাত্মক আহত হয়। তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলাকোদিন গ্রামের ইমাম আলীর ছেলে। তিনি ঢাকার ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়াড় ছিলেন।

 

একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির বিপক্ষে তিন দিনের একটি প্রীতি ম্যাচের দ্বিতীয় দিনে তার দল ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। ঘটনার সময় দল ফিল্ডিং করছিল। ফিল্ডার তামজিদের পাশেই বজ্রপাতের ঘটনা ঘটলে সে  মারাত্মক আহত হয়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর