ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৭৪

১০০ টাকার জন্য দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৬ ২০ জানুয়ারি ২০২০  

পঞ্চগড়ে বাবার সঙ্গে অভিমান করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে। 
নিহত ওই শিক্ষার্থীর নাম লক্ষ্মী রাণী (১৬)। সে ওই এলাকার হৃদয় শিলের মেয়ে। লক্ষ্মী বলরামপুর মির্জা গোলাম হাফিজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মী বিদ্যালয়ের বনভোজন ও সরস্বতী পূজার চাঁদার জন্য বাবার কাছে ১০০ টাকা চেয়েছিল। এসময় বাবা তাকে টাকা না দিয়ে গালিগালাজ ও মারধর করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে গিয়ে দেখে সে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজারউদ্দীন জানান, ওই কিশোরী বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।