ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৪৪৩

টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ১৫ ডিসেম্বর ২০২০  

কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোরে।

 

আজ মঙ্গলবার তিনি বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী শিশু শিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষকদের টিকা দেয়া গুরুত্বপূর্ণ।

 

হেনরিয়েটা ফোরে বলেন, ভ্যাকসিনের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ও উচ্চঝুঁকিতে থাকা বয়স্কদের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত।

 

তিনি বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে। পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমদের সবকিছু করতে হবে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর