ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৮৩

অফিসের নতুন সময় নির্ধারণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৬ ২২ আগস্ট ২০২২  

জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময় নির্ধারণ করেছে সরকার। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ নিরয় কার্যকর হবে।

 

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।
 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে। আগে যা ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নতুন নিয়মে অফিসের সময় ১ ঘণ্টা কমানো হয়েছে।