ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৩৩৩

আইসিসি র‌্যাংকিংয়ে বোলারদের সেরা দশে সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ১২ জুলাই ২০২৩  

আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ৬১৮ রেটিং পয়েন্ট এই বাঁহাতি স্পিনারের। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড তালিকার শীর্ষে রয়েছেন ।

 

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গেলেও বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে ২ উইকেট পেয়েছেন। শেষ ওয়ানডেতে ১০ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, পেয়েছেন ১টি উইকেট। এমন বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব।

 

ভারতের মোহাম্মদ সিরাজ দুয়ে অবস্থান করছেন। তিন নম্বরে আরেক অজি মিচেল স্টার্ক। বাংলাদেশে অবস্থান করা রশিদ খান তালিকার চার নম্বরে রয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর