ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১৩৯

আল হিলালে খেলবেন মেসি, সৌদি গিয়েছিলেন বাড়ি দেখতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫১ ৫ মে ২০২৩  

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। প্রচারণার মাধ্যমে আরব দেশটির পর্যটনশিল্পের প্রসারে মেসি ভূমিকা রাখতে চাইলে তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সৌদিতে মেসির সাম্প্রতিক সফরটি সেটির অংশ নয়। ফিফার এজেন্ট মার্কো কির্দেমিরের দাবি, মেসি আসলে সপরিবার সৌদি আরবে গিয়েছিলেন তার থাকার জায়গা দেখতে।

 

কির্দেমির শুধু এ তথ্যই দেননি। তার কথা—মেসির পরিবার যদি সৌদি আরবে থাকার সুযোগ–সুবিধা দেখে ইতিবাচক ইঙ্গিত দেয়, তাহলে পিএসজি ছেড়ে আল হিলালেই নাম লেখাতে পারেন। ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকমকে কার্দেমির বলেছেন, ‘সে (মেসি) বার্সেলোনায় যাবে না। বার্সেলোনায় সে ফিরতে চায় অবসরের পর।’

 

আল–হিলাল থেকে বড় অঙ্কের প্রস্তাব পাওয়ার কথা উল্লেখ করে কির্দেমির এরপর যোগ করেন, ‘বাদশাহর ক্লাব আল–হিলাল থেকে সে ৬০ কোটি ডলারের প্রস্তাব পেয়েছে। সে দেশটিতে তার (বাদশাহ সালমান) সঙ্গে দেখা করতে গেছে। সে দেখতে গেছে, সেখানে কোথায় থাকতে পারে। তার পরিবার সায় দিলে মেসি সৌদি আরবেই খেলবে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর