ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
১২২১

এমবাপ্পের ওপরই ঝুলে মেসির পিএসজিতে থাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ২৮ এপ্রিল ২০২৩  

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, কাতারে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, সারাবিশ্বে ইমেজ বৃদ্ধি– এ সবকিছুর কারণে কি লিওনেল মেসি বেতন বাড়ানোর দাবি করতে পারেন না? পিএসজি কর্তৃপক্ষের কাছে নাকি ঠিক এ প্রশ্নেরই উত্তর চেয়েছেন মেসির বাবা হোর্হে মেসি, যিনি কিনা একই সঙ্গে মেসির এজেন্টও। 

 

ফরাসি দৈনিক লা প্যারিসিয়েন জানাচ্ছে, মেসির পক্ষ থেকে বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও পিএসজি কর্তৃপক্ষ নাকি তাতে সম্মত হয়নি। যদি সত্যিই দুই পক্ষ সমঝোতায় না আসে, তাহলে আগামী জুনের পর ট্রান্সফার মার্কেটে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। সে ক্ষেত্রে যে কোনো ক্লাবেই যেতে পারবেন মুক্ত মেসি। 

 

সেজন্য সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০ কোটি ডলারের বিশাল অঙ্ক নিয়ে বসেও আছে। মেসির বাবা নাকি সৌদি ক্লাবের এই প্রস্তাবের কথাও তুলেছিলেন পিএসজির সঙ্গে বৈঠকে। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে কোনোমতেই বিশ্ব ফুটবলে মেসির চাহিদা ও গুরুত্ব কমেনি, বরং কাতার বিশ্বকাপের পর তাঁর বাজারমূল্য বেড়েছে।

 

তবে ফরাসি দৈনিকের মতে, ওই বৈঠকে নাকি বার্সেলোনার প্রস্তাব নিয়ে কোনো কথা হয়নি। কয়েক সপ্তাহ ধরেই বাজারে জোর গুঞ্জন চলছে, মেসি নাকি তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন। নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও নাকি মেসিকে ফেরাবে বার্সা। দু’দিন আগে মেসি পরিবার নিয়ে বার্সায় যাওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। 

 

কিন্তু বৃহস্পতিবার ইতালির এক প্রভাবশালী সাংবাদিক ফেব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছেন, মেসিকে ফেরানোর ব্যাপার নিয়ে নাকি বার্সার পরিচালকদের মধ্যে কোনো কথাই হয়নি। বার্সার এক পরিচালক মাতেও অ্যালিমানির বরাত দিয়ে ওই সাংবাদিক জানিয়েছেন, মেসি কিংবা তাঁর এজেন্টের সঙ্গেও নাকি দলে ফেরা নিয়ে কোনো কথা হয়নি।

 

একুশ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে আসেন মেসি। আগামী জুনেই সেই চুক্তি শেষ হচ্ছে। পিএসজি চায়, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে। বর্তমানে মাসে প্রায় ৫০ লাখ ইউরো বেতন পান মেসি। সেখানে এমবাপ্পের বেতন ৬০ লাখ আর নেইমারের ৩৬ লাখ ইউরো। মেসির বাবার দাবি, এই অঙ্ক বাড়িয়ে অন্তত এমবাপ্পের সমান করা হোক। এখন মেসিকে পিএসজিতে ধরে রাখতে পারেন কেবল একজনই– কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে তিনিই অলিখিত ‘বস’। 

 

নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক যাই হোক না কেন, মেসিকে বেশ সম্মান করেন এমবাপ্পে। তা ছাড়া সম্প্রতি মাঠে মেসির সঙ্গে তাঁর রসায়নটাও বেশ জমেছে। চলতি মৌসুমে লিগ ওয়ানে এমবাপ্পের ২২ গোলের ১০টিতেই অ্যাসিস্ট ছিল মেসির। ইউরোপিয়ান লিগে কোনো একক খেলোয়াড়কে এত সংখ্যক অ্যাসিস্ট করার এটি একটি রেকর্ড। তাই এমবাপ্পে চাইলে তাঁর সমান কিংবা তাঁর চেয়ে বেশি বেতনে মেসিকে পিএসজিতে রেখে দেওয়ার সুপারিশ করতে পারেন ক্লাব কর্তৃপক্ষকে। আর তাঁর সুপারিশেই কেবল পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে মেসির।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর