ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৪৭

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, টাইগারদের ম্যাচ ৩ সেপ্টেম্বর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ১৯ জুলাই ২০২৩  

আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নেওয়ায় সূচি চূড়ান্ত করার কথা।  এবার খসড়া একটি সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 
 নির্ধারিত সময়ের একদিন আগেই (৩০ আগস্ট) টুর্নামেন্ট শুরুর কথা বলা হয়েছে। মঙ্গলবার পিসিবি সূত্রে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, বোর্ডের নতুন সভাপতি জাকা আশরাফ (১৯ জুলাই) এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবেন। 

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিন এগিয়ে ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ মুলতানে অনুষ্ঠিত হবে।  স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। এরপর আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর