ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
৩০৪

ওটা বলা যাবে না, কলকাতার জার্সিতেও রহস্য উন্মোচন করলেন না লিটন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৩ ১৬ এপ্রিল ২০২৩  

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের লিটন দাস। দলটির সঙ্গে যোগদানের পর থেকে নিয়মিত অনুশীলন করলেও এখনো মাঠে নামা হয়নি লিটনের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে সুযোগ হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।

 

একাদশে সুযোগ না পেলেও কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজে লিটনের আধিপত্য যেন চলছেই। প্রতিনিয়তই বাংলাদেশি এই ক্রিকেটারকে নিয়ে পোস্ট করছে কেকেআর। 

 

দলের সঙ্গে যোগদানের পরই লিটনকে নিয়ে ভিডিও প্রকাশ করে কলকাতা। এবার, বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে নতুন এক ভিডিও প্রকাশ করে দলটি। যেখানে কলকাতার জার্সিতেও নিজের রহস্য উন্মোচন করেননি লিটন। 

 

শনিবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে কলকাতা। ভিডিওতে লিটন দাস সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপরই লিটন দাসের কাছে প্রশ্ন করা হয়, কিপিং করার সময় ব্যাটারকে কি বলেন তিনি। নিজের সেই রহস্য অবশ্য ফাঁস করেননি তিনি। সেই প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘না, না ঐটা বলা যাবে না।’

 

উল্লেখ্য যে, রোববার (৯ এপ্রিল) প্রথমবারের মতো আইপিএল খেলার লক্ষ্যে দেশ ছাড়েন লিটন। আইপিএল খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে লিটন দাস বলেন, এটা দারুণ সুযোগ। এই রকম বড় আসরে কখনো যেতে পারিনি আগে। অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। আমি খুশি। 

 

তিনি আরও বলেন, ওপেনার হিসেবে সব সময় কনফিডেন্ট থাকতে হবে। দলটাও ভিন্ন। কখনো এ রকম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যায়নি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্যে নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলবো।  ভক্তদের উদ্দেশে একটা কথাই বলবো, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর