ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৪৩

করোনায় দেশে মৃত্যুর রেকর্ড: সোমবার থেকে গণপরিবহন শপিংমল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ২৭ জুন ২০২১  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৯ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। 

 

এদিকে সোমবার থেকে তিনদিন দেশের সব মার্কেট, শপিংমল, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। অফিসে কর্মীদের আনা-নেওয়া করতে হবে নিজ ব্যবস্থাপনায়। 

 

হোটেল-রেস্তোরা রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে খাবার বিক্রয় করার জন্য। তবে কেউ হোটেলে বসে খেতে পারবেন না। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে আজ সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর