ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১০ ভাদ্র ১৪৩২
good-food
৩০২

ক্যারিয়ারে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন মেসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩৪ ১৭ জুন ২০২৩  

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৫ জুন) আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেখানে সকারুদের ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 


এ জয়ের পথে অনন্য রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তে মহানায়ক লিওনেল মেসি। বর্ণিল ক্যারিয়ারে দ্রুততম গোলের কীর্তি গড়েন তিনি। ম্যাচের মাত্র ২ মিনিটের মধ্যে লক্ষ্যভেদ করে সমর্থকদের তাক লাগিয়ে দেন ৩৫ বছর বয়সী ফুটবলার।

 

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসি খেলবেন-এ কথা আগেই জানা গিয়েছিল। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে নিজেকে প্রমাণ করতেও বেশি সময় নেননি আর্জেন্টাইন অধিনায়ক।

 

খেলার সূচনাতেই চেলসি তারকা এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে নিশানাভেদ করেন মেসি। যা ছিল তার দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ১২০ মিনিটের মধ্যে প্রথম গোল। এতে আরেকটি মাইলফলক স্পর্শ করেন তিনি। 


এখন পর্যন্ত রঙিন খেলোয়াড়ি জীবনে ৮০০ গোল করেছেন মেসি। তবে ম্যাচের প্রথম ২ মিনিটের মধ্যে কখনও তা করে দেখাতে পারেননি তিনি। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই করে দেখালেন রোজারিও’র বিস্ময় মানব। 

 

ফুটবলে প্রায় এমন কোনো রেকর্ড নেই যা করেননি মেসি। এখন কেবল ম্যাচের ৬০ সেকেন্ডের মধ্যে গোল করাই বাকি তার। আর কিছুদিন খেললে হয়তো সেই কৃতিত্বও দেখাবেন তিনি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর