ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৪১০

চলমান ‘বিধি-নিষেধ’ ২৩ মে পর্যন্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৯ ১৫ মে ২০২১  

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান বিধি-নিষেধ বা ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চলমান বিধি-নিষেধ শেষে ১৭-২৩ মে নতুন করে অনুমোদন দিয়েছেন। রবিবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৭-২৩ মে আগের যে বিধি-নিষেধ ছিল তা চলমান থাকবে।  


ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। এ জন্য বিধি-নিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

 

ঈদের ছুটি শেষে রবিবার প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন হবে। তবে সেখানে আগের বিধি-নিষেধ রাখা হবে বলে জানান ফরহাদ হোসেন।

 

চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন পালন হলেও সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। সব শেষে তা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়।