ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২৭৩

দেশে অবহেলিত, যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে পারেন নাসির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫২ ৩০ এপ্রিল ২০২৩  

নাসির হোসেন জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০১৮ সালে। খারাপ ফর্মের কারণে এরপর বাদ পড়েন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও জাতীয় দল কিংবা তার আশপাশে জায়গা পাচ্ছেন না, তাই নিজেকে অবহেলিত মনে করেন নাসির। এজন্য দেশান্তরী হচ্ছেন বলে জানা যায়। অবহেলিত ক্রিকেটার পাড়ি জমাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে মাইনর ক্রিকেট খেলবেন তিনি, খেলতে পারেন দেশটির হয়েও। তবে বাংলাদেশের হয়ে খেলার আশাও বাদ দিচ্ছেন।

 

গত ফেব্রুয়ারির বিপিএলে দারুণ ফর্মে ছিলেন নাসির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান, যা মুশফিকুর রহিম ও তামিম ইকবালের চেয়েও বেশি। মুশি ১৫ ম্যাচে ৩৫৭ ও তামিম ১০ ম্যাচে ৩০২ রান। শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই না, নাসির বল হাতে নেন ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বিপিএলের মতো তার পারফর্ম করছেন ডিপিএলেও। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি।

 

এসব বিষয় নিয়ে শনিবার (২৯ এপ্রিল) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’

 

যুক্তরাষ্ট্রে মাইনর লিগ খেলবেন নাসির। তার কি সেখানকার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নে এ অলরাউন্ডার বলেন,‘ ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’

 

নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর