ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৫

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৮ ৭ জুন ২০২০  

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮৮৮ জন প্রাণ হারালেন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৪০ জন।  
দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ প্রাণঘাতি ভাইরাসে সংক্রমিত ৬৫ হাজার ৭৬৯ রোগী রয়েছেন। গেল একদিনে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
শনিবারের চেয়ে এদিন ১০৮ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৩৫ জন।
নমুনা পরীক্ষায় আজ আক্রান্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ১০ শতাংশ। শনিবারের চেয়ে রোববার আক্রান্তের হার শূন্য দশমিক ২২ শতাংশ কম।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৭৮ জন।
তিনি জানান, করোনা শনাক্তে গেল একদিনে ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১২ হাজার ৯০৯টি। গতকালের চেয়ে আজ ৬৭টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৩৬টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৪৮৬টি। গেল ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৬৫০টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর