ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২১ কার্তিক ১৪৩২
good-food
৪৫৮

নতুন রূপে টেনিসে ফিরছেন সানিয়া মির্জা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ২৭ মে ২০২৩  

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বছর খানেক হলো খেলা থেকে অবসর নিয়েছেন। তবে খেলা থেকে অবসর নিলেও টেনিসকে ভুলতে পারছেন না। এবার নতুন অ্যাসাইন্টমেন্ট যোগ দিচ্ছেন এই টেনিস তারকা।

 

সানিয়া মির্জা বলেন, ‘সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে।আমি  আশা করব  ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।’

 

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর